ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজে অভিভাবক সমাবেশ 

মিজানুর রহমান মিনু।।
জানুয়ারি ৩০, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।। “ছাত্র শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি- শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে পরীক্ষার্থী ও অপেক্ষা কৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় কলেজ মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম রব্বানী তালুকদারের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান আলোচক কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট।শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়।শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।কলেজের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের নিকট ছাত্র ছাত্রদের খবরাখবর নিয়ে থাকেন এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্যবৃন্দ, গান্ধাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারেক বকুল, কলেজ শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক বৃন্দ এবং অভিভাবকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।