ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার কায়বা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট বাজারে ট্রাক মার্কার নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত 

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ১, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের  শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর,দাউদখালী, ভবানিপুর, পাঁচকায়বা, বাদামতলা, বাইকোলা,চালিতাবাড়িয়া,দীঘা, রাঘবপুর,মহিষা, ধান্যতাড়া, কোটা বাগুড়ী  সহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গনসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন  যশোর ৮৫-১ শার্শা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ট্রাক মার্কার প্রার্থী আশরাফুল আলম লিটন।

সোমবার (১জানুয়ারী)সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কায়বা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে তিনি এ গনসংযোগ ও পথসভা করেন।

বিকালে বাদ আসর রাড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  যশোর ৮৫-১ শার্শা আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ট্রাক মার্কার প্রার্থী আশরাফুল আলম লিটন।

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার,উপজেলা আওয়ামী লীগের প্রবীণ আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম,শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আজম, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হাই,কায়বা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহিদুল ইসলাম ময়ন, আলমগীর কবির বদু, শার্শা উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।