
বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাগআঁচড়া ইউনাইেটড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ডিসেম্বর) সকাল ১০টার সময় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজি জোবায়ের আল মামুনের উপস্থাপনায় এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখে প্রবীণ সাংবাদিক রবিউল হোসেন,আ.লীগ নেতা মিজানুর রহমান মন্ডল, নাজমুল হাসান,অভিভাবক শিক্ষক মফিজুর রহমান, অভিভাবক আব্দুস সামাদ,আবুল কালাম,ব্যবসায়ী হাবিবুর রহমান,,শিক্ষক শরিফুল ইসলাম,মনির উদ্দিন আহম্মেদ,রাকিবুল হাসান সহ প্রমূখ শিক্ষক /শিক্ষিকাগন
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ১ম থেকে ১০ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় ও এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের সৌজন্যে পুরুষ্কার বিতরণ করা হয়।পাশা পাশি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মমতাজ উদ্দিন স্মরনে প্রতিবছরের ন্যায় এবারো একজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।
এসময় শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক,সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।