
কলারোয়া প্রতিনিধি।। কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমানের মাতা হামিদা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
হামিদা খাতুন উপজেলার কাদপুর গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারের প্রয়াত আকবর হোসেন মোল্লার সহধর্মিণীএবং বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী অথৈ ইন্টারন্যাশনাল-এর স্বত্ত্বাধিকারী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের মাতা।
৪র্থ মৃত্যুবার্ষিকীতে শনিবার জোহর নামাজ শেষে কাদপুর বায়তুল আমান জামে মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে মরহুমার জ্যেষ্ঠ পুত্র অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, সমাজ সেবক মজনুর রহমান সরদার, সমাজসেবক আলহাজ্ব রুহুল মোল্লা, হারুন-অর-রশিদ, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,নিউজ অফ কলারোয়ার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক সরদার জিল্লু, জুলফিকার আলি, রাজু আহমেদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ডা: ফারুক আহম্মদ কবিরুল ইসলাম সহ বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন। পরে মরহুমার কবর জিয়ারত করেন মুসল্লিগণ।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে ২০১৯ সালের ৯ ডিসেম্বর নিজ বাড়িতে হামিদা খাতুন (৮০) মৃত্যুবরণ করেন।