ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় টানা ৫ম বারের মত নৌকা পেলেন শেখ আফিল উদ্দিন 

বেত্রাবতী ডেস্ক।।
নভেম্বর ২৬, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।শার্শায় আসনে আবারো নৌকা পেলেন শেখ আফিল উদ্দিন। এ নিয়ে তিনি ৫বারের মত নৌকার মনোনয়ন পেলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষনায় যশোর- ১ (শার্শা) আসন থেকে আবারো নৌকা প্রতিকের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

এর আগে এ আসন থেকে শেখ আফিল উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনে ৪ বার নৌকার মনোনয়ন পেয়ে ৩ বার আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন।এবারও নৌকার মনোনয়ন পেলেন তিনি ।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।