ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৩০টি ককটেল বোমা ও ১টি এয়ারগান উদ্ধার

বেত্রাবতী ডেস্ক।।
নভেম্বর ২১, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানা এলাকায় র‌্যাব-৬, যশোর এর পৃথক দুইটি অভিযানে ৩০ টি ককটেল বোমা ও ১ টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ককটেল বোমাগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় এ্যাডঃ মিলন এর পুকুরের দক্ষিণ পশ্চিম কর্ণারে অভিযান চালিয়ে ২ টি বাজারের ব্যাগ থেকে বিশেষভাবে রক্ষিত ৯ টি ককটেল বোমা ও শপিং ব্যাগ থেকে ১ টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করে।

অপর দিকে, গতকাল রাতে র‌্যাব-৬, যশোর এর একটি পৃথক অভিযানে বেনাপোল ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে অভিযান চালিয়ে ১ টি বালতি ভর্তি (২১ টি) ককটেল বোমা উদ্ধার করে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারতো।

র‌্যাব-৬, যশোর এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো জব্দতালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।