ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ১২পিস স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ আটক-৩

বেত্রাবতী ডেস্ক।।
নভেম্বর ১২, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।  বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের রাস্তার পাশে ভারতে স্বর্নসহ পাচারের সময় ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ ৩জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিএসসি ইন্জিনিয়ার্স) জানান, শনিবার (১১ নভেম্বর)  দিনগত রাত সাড়ে ১০ টার দিকে

গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ১টি মোটরসাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন (১) আজমীর (২০), পিতা- আনার উদ্দিন, (২)  জালাল উদ্দিন (৩৭), পিতা- আলী কদম, (৩)  নুরুজ্জামান (৩৮), পিতা- রুহুল আমিন সকলের ঠিকানা গ্রাম-পুটখালী,পোষ্ট-বালুন্ডা,থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে তল্লাশী করে ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে।

উক্ত স্বর্ণের বারগুলো ১জন আসামীর বডিতে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামীরা স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল।

আটককৃত স্বর্ন ১,২৫,৯৮,০০০/- টাকা এবং মোটর সাইকেল ১,৫০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য- ১,২৭,৪৮,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা।

স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামী ও মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।