ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ইজিবাইক চালক সজিব হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন,আটক -৪,ইজিবাইক উদ্ধার

বেত্রাবতী ডেস্ক।।
অক্টোবর ২০, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। বেনাপোলের বিলের মধ্যে থেকে সজিব হোসেন(১৯) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও সরাসরি হত্যা মিশনে জড়িত ২ জন সহ মোট ৪ জনকে আটক ও ইজিবাইক উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার(১৮ অক্টোবর) সকাল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

আটককৃতরা হলো,বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে শমীম হোসেন(২০),বড়আঁচড়া গ্রামের সওদাগর আলীর ছেলে আশরাফুল আলম রাব্বী(২০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজম হোসেন(২০),এবং শার্শা উপজেলার রাড়ি পুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবির(৩০)।

এর মধ্যে আসামী শামীম ও রাব্বী হত্যা মিশনে সরাসরি জড়িত বলে পুলিশ জানায়।

ডিবি জানায়, মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ে টাকা পয়সা দেনা-পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে ইজিবাইক চালক সজিবকে মাদকদ্রব্য গাঁজা সেবনের কথা বলে ঘটনাস্থলে নিয়ে চাকু দিয়ে জবাই করে হত্যা করে।পরে লাশ ধান ক্ষেতে ফেলে দিয়ে ঘাতকরা নিহতের ইজিবাইকটি নিয়ে গোপন করার উদ্দেশ্যে তাদের সহযোগী আজম ও জাহাঙ্গীরের নিকট রাখে।

উল্লেখ্য,১৮ অক্টোবর সকাল ৭ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গয়ড়া টু খড়িডাঙ্গা রোডের বিলের মধ্যে থেকে ১৯ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। খবর পেয়ে একই থানার গয়ড়া গ্রামে সহিদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত লাশের পরিচয় তার বড় ছেলে সজীব গাজি (১৯)বলে জানায় এবং বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করলে ডিবি’র এসআই মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করে তার নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী শামীম ও রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে হত্যাকাজে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ হাতে নাতে আটক করে তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রয়ের সহযোগীতার সাথে জড়িত আরো ২ সদস্যকে গ্রেফতার করে শার্শার বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে ইজিবাইক টি উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।