
আতাউর রহমান কলারোয়া।।স্বামী কতৃক স্ত্রীকে শাবল দিয়ে হত্যার আসামী মুজিবর শ্যামনগরের প্রত্যন্ত এলাকায় পালিয়ে ছিলেন। র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন এলাকা অভিযান চালিয়ে সেখান থেকে আসামী মুজিবুরকে গ্রেফতার করে।
উল্লেখ্য বুধবার সকালে সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় স্বামী। ঘটনাটি হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ঘটে।
ঘাতক স্বামী মুজিবুর রহমান(৩৫) কলারোয়া সদরের গদখালী গ্রামের ইমান আলীর পুত্র।
নিহত রানু বেগম(৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের কন্যা।
নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতো। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো।
বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল দিয়ে স্বামী মুজিবর স্ত্রী রানুর মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে রানু চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।