ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন

আতাউর রহমান।।
অক্টোবর ১৭, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়া প্রতিনিধি।।দৈনিক কালবেলার নবযাত্রার বর্ষপূর্তি উপলক্ষে কলারোয়ায় শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় কলারোয়া শিক্ষক মিলনায়তনে আযোজিত অনুষ্ঠানে কালবেলার পাঠক, শুভানুধ্যায়ীসহ সংবাদকর্মী, সুধীজন অংশগ্রহণ করেন। আনন্দমুখর পরিবেশে কেক কেটে একে অপরের মুখে তুলে দিয়ে কালবেলার সুন্দর আগামীর প্রত্যাশা করেন আমন্ত্রিত সকল ব্যক্তিবর্গ।

কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজার সভাপতিত্বে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কালবেলা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক ও শিক্ষক দীপক শেঠ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক এমএ কালাম, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলি, ইব্রাহিম খলিল, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন কালবেলা উপজেলা প্রতিনিধি শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।