
কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি গনভবন থেকে সোমবার(১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৬৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত “কমিউনিটি আই সেন্টার” এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্প ও পূনঃ খননকৃত ৪৩০টি ছোট নদী /খাল/ জলাশয়ের শুভ উদ্বোধন করেছেন।
এবং নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শেখ হাসিনা এমপি, প্রধানমন্ত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
তারই ধারাবাহিকতায় যমুনা নদীর ভাঙ্গন হতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন খুদবান্দি,সিংড়াবাড়ি ও শুভগাছা এলাকা সংরক্ষণ প্রকল্প এর শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা এমপি প্রধানমন্ত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এসময় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার,সহকারী কমিশনার (ভুমি) কাজি অনিক ইসলাম, শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি, সোনামুখি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক,