
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর পাড়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ১৩ অক্টোবর (শুক্রবার) সকাল ১০,৩০টায় ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব আলী, এমপি ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
আরোও বক্তব্য রাখেন জসিম উদ্দিন হায়দার অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী, তমাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ।খলিলুর রহমান সিরাজী সাধারণ সম্পাদক কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষদ।সূখময় সরকার উপজেলা নির্বাহী অফিসার কাজিপুর। আব্দুল হান্নান তালুকদার মেয়র কাজিপুর পৌরসভা ও সাংগঠনিক সম্পাদক কাজিপুর উপজেলা আওয়ামী লীগ।কামরুজ্জামান বিপ্লব কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জিয়াউল হক হাওলাদার, ব্যবস্থাপক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্র টি আরও উন্নয়ন করা বিষয়ে বক্তব্য রাখেন।