ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
অক্টোবর ১১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুর প্রতিনিধি।। রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  সুখময় সরকার। তিনি সরকার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের সদস্য। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।   ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স হতে গ্লোবাল সাপ্লাই চেইন এন্ড লজিস্টিকস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

কাজিপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার বিকাশে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিভাগীয় কমিশনার, রাজশাহী কর্তৃক জনাব সুখময় সরকার কে রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কাজিপুর উপজেলা সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতি বিজরিত উপজেলা কাজিপুর। এই উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে প্রায় ২৫০০০ শিশু শিক্ষা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বিভাগ কাজ করে যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের আহ্বানে কাজিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগ স্মার্ট প্রাথমিক বিদ্যালয় গঠনে কাজ করছে। স্মার্ট ক্লাসরুম, স্মার্ট শিক্ষা প্রদান ব্যবস্থা, স্মার্ট শিক্ষা ব্যবস্থাপনা, স্মার্ট শিক্ষার্থী ও অভিভাবক এবং স্মার্ট শিক্ষক গঠনের মাধ্যমে আগামী বাংলাদেশ পাবে স্মার্ট প্রাথমিক বিদ্যালয়। এলক্ষ্যে কাজিপুর উপজেলায় বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার, কাজিপুর, সিরাজগঞ্জ এর ব্যক্তিগত উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী/ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আইসিটি ক্ষেত্রে ধারণা ও দক্ষতা বৃদ্ধির জন্য আইসিটি উপকরণ সরবরাহের ব্যবস্থা গ্রহণ, লাইব্রেরী স্থাপনে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাহিত্য বিষয়ক পুস্তক প্রদান করা হয়েছে। “তুমিই আগামীর ভবিষ্যৎ, তোমার সুস্থতা রাষ্ট্রের সম্পদ” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা হেল্ফ ডাটা ক্লাউড তৈরী, কচি কাঁচার স্বাস্থ্য সেবা কর্মসূচি ও বিশেষ চক্ষু ক্যাম্প বাস্তবায়ন করা হচ্ছে।

কাজিপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ফুল বাগান করার মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ উন্নত করা হয়েছে। “কৃষ্ণচূড়া, জামরুল, সোনালু, পলাশ, নিম শোভা আর বকুল, বেলী, গন্ধরাজ ঘ্রাণে বেড়ে উঠুক আগামী ভবিষ্যৎ” শীর্ষক স্লোগানে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০০ এর অধিক গাছ রোপন করা হয়েছে।

এছাড়া কাজিপুর উপজেলার ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চর্চা, “আমি বড় হয়ে যা হতে চাই, আজ আমি সাজবো তাই” কর্মসূচি, “ফিরিয়ে দাও পরিপূর্ণ দখলমুক্ত ও উপযুক্ত খেলার মাঠ ” প্রভৃতি কর্মসূচি কাজিপুর উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে কাজিপুর উপজেলায় স্মার্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছে ৩৬ নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে কাজিপুর উপজেলায় ৪৯ নং সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা ও স্মার্ট স্বাস্থ্যকার্ড বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করার মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধান করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় নির্ধারিত সময়সীমার মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কার্যক্রম সম্পন্ন এবং পুরস্কার প্রদান সফলভাবে আয়োজন করা হয়েছে। প্রতিমাসে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং শিশুদের চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। বিদ্যালয়ে কাবিং কার্যক্রমে উৎসাহ প্রদান এবং কাবিং কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।

শিশুর পুষ্টি নিশ্চিতে মিড-ডে মিল চালু করা হয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল তৈরির মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যালয়ে শিশুদের খেলাধুলার উপকরণ সরবরাহ, বেঞ্চ সরবরাহ এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। SLIP তহবিল বা অনুরূপ সরকারি তহবিলের অর্থ বিদ্যালয় পর্যায়ে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে ব্যয়িত হচ্ছে। কাজিপুর উপজেলায় শতভাগ (২৩৭) প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার, শেখ রাসেল কর্নার, শহীদ মিনার স্থাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল, বাংলাদেশের মানচিত্র স্থাপন করা হয়েছে। কাজিপুর উপজেলার ২৩৭ টি বিদ্যালয়ের সকল বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করা হয়েছে এবং পরিদর্শন প্রতিবেদন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।

বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের গুণগত মান নিশ্চিতকরণ করা হয়। জনসচেতনতা তৈরীতে শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য বহুল প্রবন্ধ/নিবন্ধ প্রকাশ করা হয়েছে। এভাবেই গৌরব ও সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে কাজিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের গড় উপস্থিতির হার ৯৬% এবং ঝড়ে পড়ার হার ৫% যা প্রশংসার দাবীদার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।