
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২নং চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি স্বপনের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর (বুধবার ) সকাল ১১টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলী আসলাম এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে স্বপণের স্মৃতি চারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।উপজেলা কৃষকলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী স্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম স্বপণের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়,এবং শেষে তাবারক বিতরণ করেন উপজেলা আওয়ামীযুবলীগ।