ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

আতাউর রহমান।।
অক্টোবর ৮, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

আতাউর রহমান,কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি।।সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজের নবীন শিক্ষার্থীকে।

রোববার(৮ অক্টোবর ) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কলেজ পরিদর্শক ও যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ ইউনুচ আলী,কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার  হোসেন,কলারোয়া পাবিলক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. কামাল রেজা, সাংবাদিক আতাউর রহমান, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও সার্বিক তত্ত্বাবধানে কলেজ অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী ও শিক্ষক আবু জাফর ছিদ্দিক। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও সুধী বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ শিক্ষক হুমায়ুন কবির।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজ এ অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।