
বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বুধবার যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এস এম আকিকুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) ঘোষণা করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
এসয় তার হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা পুলিশের বিভিন্ন শাখার উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন। জনগণের সহযোগিতায় এ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছি। আগামীর চলার পথে এ সম্মাননা আমাকে অনুপ্রেরণা দেবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।