
মিজানুর রহমান মিনু।।সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সকল নেতৃবৃন্দকে উদ্যেশ্য করে বলেন ১৫ই আগষ্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়।যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে ততদিন পিতা তোমায় ভুলবো আমরা।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি শোককে শক্তিতে রুপ দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবো।ঘাতকেরা মনে করেছিল বঙ্গবন্ধু সহ তার সপরিবার হত্যা করলে দেশকে পুনরায় পাকিস্তান বানিয়ে ফেলবে,কিন্তু হাজারো চোরাই পার করে জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছে বিগত দিনে কোন সরকারই এরকম কাজ করতে পারেনি,আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে।
আমরা দোয়া করি আল্লাহ তায়ালা যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) বাদ আসর বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুঞ্জুরুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আঃ হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য জিহাদুল ইসলাম জিহাদ।ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শশহীদুল আলম,রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছোনগাছা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। এসময় জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং তাবারক বিতরণ করা হয়।