
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।তুমি স্বাধীনতা তুমিই বাংলাদেশ, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বৃহত্তর মিরপুর কালশী মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের পক্ষে থেকে সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।।
আকাশ জানে বাতাস জানে, জানে রাতের তারা দেশ প্রকৃতির মন ভালো নেই বঙ্গবন্ধু ছাড়া।
ফুল বাগানে ঘ্রাণ মোটে নেই ফুল যদিও ফোটে গাছের ডালে পাখ পাখালির বেসুরো গান ঠোঁটে।
নদী ছোটে কেমন যেন হারিয়ে নিজ গতি বঙ্গবন্ধুর কথা সবার পড়ছে মনে অতি।
তিনি ছিলেন বীর বাঙালীর স্বপ্ন আলোর দিশা তাকে ছাড়া আজকে দেশের কাটবে অমানিশা।
মুজিব তুমি চেতনার নাম মুজিব উদ্দীপনার, মুজিব একটি শক্তি সাহস বাংলার জনতার।
অগ্নিঝরা ভাষন পেলাম দেশের মাটির তরে টুংগীপাড়ার সেই ছেলেকে নিলাম আপন করে।
মুজিব তুমি চোখের মনি মাথার মুকুট তাজ মনের মাঝে তোমার ছবি আলো ছড়াও তুমি।
মুজিব তুমি বিশ্বের মাঝে ছড়িয়ে আছো আজ মুজিব তুমি চোখের মনি মাথার মুকুট তাজ।
তোমার ভাষণ কোটি লোকের দেখিয়ে নীতির প্রথা সেই ভাষনে বীর বাঙালি এনেছে স্বাধীনতা।
নিজের জীবন বাজি রেখে বিজয় পাবার লক্ষ্যে তোমায় পেয়ে বাংলার মানুষ সাহস পেয়েছে বক্ষে।
মুজিব তুমি চেতনার নাম মুজিব উদ্দীপনার মুজিব একটি শক্তি সাহস বাংলার জনতার।