
বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজা রমূল্য এক কোটি ৮০ লাখ টাকা।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় বেনাপোলের দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে স্বর্ণসহ হাতে নাতে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহ ভাজন দু’জন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে আটকদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনের জুতার মধ্যে অপরজনের পায়ের মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।।
আটককৃতদের স্বর্ণ পাচার মামলায় শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের চালানটি ট্রেজারিতে জমা দেয়া হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।