ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় নির্মানধীন দেয়াল ভেঙে নির্মাণ শ্রমিকের নিহত

বেত্রাবতী ডেস্ক।।
জুলাই ১১, ২০২৩ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোরের শার্শায় নির্মানধীন দেয়াল (বিম)ভেঙে নিচে চাপা পড়ে জাহিদ হোসেন (১৭) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।

নিহত জাহিদ হোসেন পাশ্ববর্তী কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

সোমবার (১০ই জুলাই) সকাল ৯টায় শার্শার বাগআঁচড়া টিএনটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সাথে থাকা নিহতের বোন জামাই শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার টিএনটি অফিস সংলগ্ন কামরুল ইসলামের একটি বাড়ী নির্মানের সেনেটারিং এর কাজ করছিলো জাহিদ হোসেন।এসময় অসাবধানতা বসত বিম হঠাৎ ভেঙ্গে পড়ে জাহিদ হোসেন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নির্মানধীন বাড়ির মালিকের বোন জামাই আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতা বসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যায়। তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিং এ কাজ করছিলো। তাদের হাত দিয়ে তৈরি ওই নির্মাণাধীন বিল্ডিং। সকালে তারা কাজ করতে গেলে বিল্ডিং এর বিম ভেঙ্গে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবেন বলে তিনি জানান।

নিহত জাহিদের গ্রামের ইউপি সদস্য মুজিবর রহমান মজু জানান,নিহত জাহিদ আমার গ্রামের ছেলে।সে রাজমিস্ত্রি কাজ করে।সকালে কাজ করতে গিয়ে বিম ভেঙ্গে চাপা পড়ে সে মারা গেছে।আর মারা যাওয়ার ঘটনায় কোন পক্ষই দায়ী না। মালিক পক্ষ শুনে তারা আসছিলো এবং পরিবারের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম  জানান, বিষয়টি শুনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে কোন মামলা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।