
বেত্রাবতী ডেস্ক।।ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি শাকিল খান সাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে বাগআঁচড়া টু বাঁকড়া সড়কের শংকরপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল খান সাজু শংকরপুর গ্রামের শহিদুলের ছেলে।
মারা যাওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন নিহত সাজুর ভাই রাব্বি হোসেন।তিনি জানান, সাজু বাসা থেকে অসু্স্থ খালুকে দেখতে নায়ড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে শংকরপুরে ভাটার সামনে পৌছালে দুর্ঘটনার স্বীকার হয় সাজু।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।পরে সাজুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন সেখান কার কর্মরত চিকিৎসক।ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌছালে সাজু মারা যায়।
সাজুর অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।