বেত্রাবতী ডেস্ক ।। বেনাপোল পৌরসভা নির্বাচনে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন ৩ মেয়র প্রার্থীসহ ৬৫ জন প্রার্থী।জমে উঠেছে নির্বাচন। উৎসবের আমেজ চলছে গোটা বেনাপোল । পোস্টারে ছেয়ে গেছে গোটা বেনাপোল পৌর এলাকা। নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।এদিকে ইভিএম এর মাধ্যমে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন সহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে সাধারণ ভোটাররা যোগ্য প্রার্থী বেছে নিতে চান।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গোটা নির্বাচনী এলাকা। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দারে দারে গিয়ে তাদেরকে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।
এদিকে নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসির উদ্দীন প্রতিদন্দ্বিতা করবেন দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর সাথে। দীর্ঘদিন পর পৌরসভা নির্বাচন হওয়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে জানান প্রার্থীরা।
মেয়র প্রার্থী নাসির উদ্দীন (নৌকা) বলেন, ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় প্রতীক নিয়ে মাঠে নেমেছি নৌকা বিজয়ী হবে ইনশাআল্লাহ।
মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মফিজুর রহমান সজন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘুরে বেড়িয়েছি। প্রচুর সমর্থন পেয়েছি। আশা করছি, মেয়র হিসেবে আমি নির্বাচিত হবো।
এবারের বেনাপোল পৌরসভা নির্বাচনে ১২ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির বিষয় জানান শার্শা উপজেলা রিটার্নিং কর্মকর্তা।
শার্শা উপজেলা সহকারি রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, বেনাপোল পৌরসভা নির্বাচনে ৩০ হাজার ৩শ ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৪৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৫ হাজার ৩৪১ জন।