"প্রকাশিত সংবাদের প্রতিবাদ"
জাতীয় দৈনিক কালবেলা প্রত্রিকায় ৪ জুলাই ২০২৩ইং সংখ্যায় “ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে অনিয়ম” শিরোনাম এবংজ নপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে "এতিমের চাল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার পেটে" যে সংবাদটি প্রকাশিত হয়েছে,সেটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে যে সকল তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন। মূলত একটি কুচক্রী মহল সাংবাদিককে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা এসংবাদটি প্রকাশ করেছে। সংবাদে উল্লেখ করা হয়েছে রতনকান্দি ইউনিয় আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়নের বরাদ্দ ৬০ টন জি.আর এর ডিও গ্রহণ করে এবং পরবর্তীতে তা ৪৫,০০০/- টাকা দরে বিক্রি করে প্রতিষ্ঠান গুলোকে প্রতি টনে ২৫,০০০/- টাকা করে বিতরণ করে সাইদুল ইসলাম জুড়ানের নেতৃত্বে বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, ছনগাছা ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ভাগবাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সে সংবাদটি আদৌ সঠিক নহে। জি.আর বরাদ্দ হয়েছে তিন ইউনিয়নে ৫৯ টন। আর রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৬০ টন। জি.আর বরাদ্দ হয়েছে স্ব স্ব প্রতিষ্ঠানের নামে এবং স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ছাড়া ডিও উত্তোলনের সুযোগ নেই। আর ৬০টি ডিও আমার উত্তোলনের প্রশ্নই আসে না।
একটি কুচক্রি মহল আমার রাজনৈতিক ভাবমুত্তি ক্ষুণ্ন করার জন্য সাংবাদিকদের কাছে এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহিন তথ্য দিয়েসং বাদ প্রকাশ করেছে । আমি এই সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ সাইদুল ইসলাম জুড়ান
সভাপতি
১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ,সিরাজগঞ্জ সদর।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2025 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.