কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের পূর্ব পাড়া হাজি রোড নামে পরিচিত মেইনরোড থেকে গান্ধাইল গ্রামের ভিতর দিকে এলজিইডি রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার পর পরই প্রাইমারি স্কুল শিক্ষক ফারুক আহমেদ তার বাড়ির সামনে এলজিইডির রাস্তা কেটে রেখেছে প্রায় ৬মাস যাবত।
বৃহস্পতিবার (১৫জুন) সরে জমিনে গিয়ে এলাকা সুত্রে জানা যায় প্রায় ৫ বা ৬ মাস আগে ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য এলজিইডির রাস্তা কেটে রেখেছে ফারুক মাষ্টার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন এগুলো বলে কি হবে। টাকা থাকলে সবই করা সম্ভব হয়।আমরা জানি যে সরকারের সম্পদ যদি কেউ নষ্ট করে তার কঠিন বিচার হয়।
আর ফারুক মাষ্টার এতো দিন ধরে রাস্তা কেটে রাখছে তার কোন বিচার নাই।যদি টাকাওয়ালা না হইতো তাইলে ঠিকই আইন দেখাইতো।
এবিষয়ে ফারুক মাষ্টার এর সাথে কে মুঠো ফোনে কথা বলে রাস্তা কেটেছে কিজন্য জানতে চাইলে তিনি বলেন আমি ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য কেটেছি এইডা নিয়ে বেশি বাড়াবাড়ি কইরোনা, আমি কাটছি আমি ঠিক করে দেব।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ কোরবো।