
বেত্রাবতী ডেস্ক।। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত জননন্দিত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের (১৩জুন) ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগবাটি ইউনিয়ন বাসি সহ দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী।।
তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর যোগ্য সন্তান জাতীয় নেতা মোহাম্মদ নাসিম ২০২০ সালের ১৩ ই জুন আমাদের সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।
আগামী ১৩ই জুন ২০২৩ মোহাম্মদ নাসিমের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ বাগবাটি ইউনিয়ন শাখার পক্ষে থেকে বাগবাটি ইউনিয়ন বাসিসহ দেশবাসীর কাছে দোয়া চাই।
সবাই দোয়া করবেন আল্লাহতায়ালা যেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং সিরাজগঞ্জ কাজিপুরের মাটি ও মানুষের জননেতা তারুণ্যের আইডল সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন প্রিয় নেতাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন।