
বেত্রাবতী ডেস্ক।। যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাগআঁচড়া টু বাঁকড়া সড়কের বেত্রাবতী নদীতে নির্মাণাধীন সেতু পরিদর্শন করেছেন চৌগাছা – ঝিকরগাছার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন।
মঙ্গলবার সন্ধ্যায় পরিদর্শন কালে তার সফর সঙ্গী ছিলেন, ঝিকরগাছা পৌরসভার মেয়র জামাল পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুকনা তাক্ষী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, প্রেসক্লাব ঝিকরগাছার সাধারণ সম্পাদক ইমরান রশিদ, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জী ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
উল্লেখ্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে ঝিকরগাছার শংকরপুরে বেত্রাবতী নদীতে নির্মিত হচ্ছে এই সেতুটি।