ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বেত্রাবতী ডেস্ক।।
জুন ৫, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোরের শার্শার জামতলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আরাফাত হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জামতলা ডিএসটি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার সামটা গ্রামের প্রবাসী আনারুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার জামতলা ডিএসটি হাইস্কুল চত্তরে।

স্থানীয়দের বরাতে বাগআঁচড়া ইউনিয়নের সামটা ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, স্কুল ছুটির পর সে জাম পাড়ার জন্য স্কুল বাউন্ডারির মধ্যে জাম গাছে উঠে। এসময় অসাবধানতাবসত গাছ থেকে পড়ে যায়।এসময় মাথায় ও বুকে আঘাত পেয়ে ও প্রচন্ড গরমে সে জ্ঞান হারিয়ে ফেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরাফাতের অকাল মৃত্যুতে পরিবার,স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মায়ের আজাহারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।