
বেত্রাবতী ডেস্ক।।যশোরের শার্শার জামতলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আরাফাত হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জামতলা ডিএসটি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার সামটা গ্রামের প্রবাসী আনারুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার জামতলা ডিএসটি হাইস্কুল চত্তরে।
স্থানীয়দের বরাতে বাগআঁচড়া ইউনিয়নের সামটা ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, স্কুল ছুটির পর সে জাম পাড়ার জন্য স্কুল বাউন্ডারির মধ্যে জাম গাছে উঠে। এসময় অসাবধানতাবসত গাছ থেকে পড়ে যায়।এসময় মাথায় ও বুকে আঘাত পেয়ে ও প্রচন্ড গরমে সে জ্ঞান হারিয়ে ফেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
আরাফাতের অকাল মৃত্যুতে পরিবার,স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মায়ের আজাহারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।