বেত্রাবতী ডেস্ক।। যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজারে ট্রাক থেকে চাঁদা আদায় কালে চাঁদা আদায়ের রশিদ সহ নাইম হোসেন (২৬) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১জুন) রাত ৯টার সময় উপজেলার বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির বিভিন্ন রশিদ আদায় করেছে পুলিশ।
আটক নাইম কলারোয়া উপজেলার গোলচাতরের সাইফুল ইসলামের ছেলে।
শার্শা থানার ওসি আকিকুল ইসলাম জানান,উপজেলার বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের রশিদ সহ এক যুবককে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।