
বেত্রাবতী ডেস্ক।। বেনাপোলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল চেকপোস্টে দায়িত্ব পালনকালে ভারতগামী দুই যাত্রীর নিকট থেকে ৬ টি ( ৬ শ ৯৬ গ্রাম)স্বর্নের বার উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পটুয়াখালীর শাহজান মিয়ার ছেলে আবুল হোসেন ও শরিয়তপুরের আ:রাজ্জাক ব্যাপারির ছেলে রিদয়।
কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতগামী ওই দুজন যাত্রীর চলাফেরা সন্দেহ জনক হওয়ায় তাদেরকে অফিসে আনা হয়।প্রাথমিক ভাবে তারা অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বর্নের কথা স্বীকার করে।পরে তাদের পায়ুপথ থেকে ৬ টি স্বর্নের বার উদ্ধার করা হয়।যার ওজন ৬ শ ৯৬ গ্রাম। বাজার মুল্য আনুমানিক ৬২ লক্ষ টাকা।
আটকৃত যাত্রীদের আইনানুগ ব্যবস্থা গ্রহন ও স্বর্ন গুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে কাষ্টমস এই হোয়েন্দা কর্মকর্তা জানান।