বেত্রাবতী ডেস্ক।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্যে জনভায় হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান এর দিক নির্দেশনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) শার্শা বাজারে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সরদার শাহরিন আলম বাদল সাবেক ছাত্রনেতা, নাভারণ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলার যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের শার্শা উপজেলা সভাপতি ওয়াহিদুজ্জামান ওহে,দ সাবেক ছাত্রনেতা শফিক মাহমুদ ধাবক যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির,, উপজেলা যুবলীগের সদস্য, সাবেক মেম্বর মহিউদ্দিন আলম তোতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শার্শা উপজেলা সদস্য মফিজুর রহমান রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মশিয়ার, শামীম ,মাহবুর রহমান, আলিম,মামুন, রাসেল সহ ছাত্রলীগ নেতা ডিকুল, সাজন, আপেল মাহমুদ, নাজমুল সহ শার্শা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।