ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

বেত্রাবতী ডেস্ক।।
মে ২২, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।শার্শায় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল সহ দু মাদক কারবারিকে আটক করেছে।

রবিবার (২১শে মে) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ও গোগা রুদ্রপুর এলাকা থেকে এ ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- শার্শা উপজেলার কেস্টপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে কিতাব আলী (৪৬) ও দাউদখালী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে আবু ছিদ্দিক (৩২)।

ডিবি জানায়,রবিবার রাতে ডিবির এসআই আবু হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে যশোর -সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া ভাই ভাই স্যানেটারির সামনে হতে কিতাব আলীকে আটক করে।পরে তার কাছে থাকা প্যাকেটের ভিতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে ঐদিন সন্ধায় ডিবির এসআই নাজমুলের নেতৃত্বে একদল ফোর্স গোগা টু রুদ্রপুর সড়কের দাউদখালি এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ আবু ছিদ্দিক (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।