বেত্রাবতী ডেস্ক।। যশোরের ঝিকরগাছার পল্লীতে মোটরসাইকেল চুরির বিষয়ে জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে সকিনা খাতুন (৭০),সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম (৪৫)ও সাথী খাতুন (২২) নামে তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।এ ঘটনায় সকিনা খাতুন বাদি হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সোমবার (১৫ই মে)সকালে উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড়খলসি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সকিনা খাতুন খলসি গ্রামের মৃত গহর আলী মোড়লের স্ত্রী ও সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলামের মাতা, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম ও তার মেয়ে সাথী খাতুন
অভিযোগ সুত্রে জানা যায়,গত শনিবার রাতে খলসি গ্রামের শরিফুল ইসলামের ভাই শফিকুলের বাড়ী থেকে গেটের তালা ভেঙ্গে একটি লাল রঙের ফিজার (১৬০ সিসি) মোটরসাইকেল চুরি হয়ে যায়। বিষয়টি চারিদিক ছড়িয়ে পড়ে। রোববার সন্ধায় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলামের বাড়ীর সামনে একই গ্রামের আবুল কাশেমের ছেলে আক্তারুলকে ঘোরাঘুরি করতে দেখলে চুরির বিষয়ে শরিফুল ইসলামের কাছে শোনা বুঝার চেষ্টা করে।এসময় আক্তারুল ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়ে অকাথ্য ভাষায় গালিগালাজসহ মারতে উদ্যত হয়।বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় বাঁকড়া পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল এসে উভয় পক্ষকে ডেকে মিমাংসা করে দেয়।
পরদিন (সোমবার) সকালে ইউপি সদস্য শরিফুল ইসলামের বৃদ্ধা মা সকিনা খাতুন স্থানীয় খলসি বাজারে যাওয়ার পথে ঐ ঘটনার জের ধরে আক্তারুল, কাশেম, নাঈম গং আতর্কিত হামলা করে মারপিট করে জখম করে।এসময় গলায় দেড়ভরি ওজনের একটি স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যায়।এসময় তার আত্মচিৎকারে ছেলে শরিফুল ইসলাম ও পুতনি সাথী খাতুন এগিয়ে এলে তারাও হামলার শিকার হয়ে মারাত্নক জখম হয়।স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত”র মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি শুনেছি, এবিষয়ে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।