বেত্রাবতী ডেস্ক।। শার্শার হাতুড়ে চিকিৎসক আবু সাঈদের ভুল চিকিৎসায় ফারিহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ফারিহা উপজেলার চালতিয়াবাড়িয়া গ্রামের আবু ছিদ্দিকের মেয়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসী মধ্যে।
জানাগেছে, বিগত কয়েক বছর পূর্বে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের নজরুল ইসলামের ছেলে গ্রাম্য হাতুড়ে চিকিৎসক আবু সাঈদ বাগআঁচড়া বাজারের আখিটা ওয়ার মার্কেটের নিচতলায় একটি কক্ষ নিয়েশি শু চেম্বার নামে একটিু ক্লিনিক খুলে বসে। শুক্রবার বিকেলে সাঈদের ওই ক্লিনিকে উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের আবু ছিদ্দিকের শিশু কণ্যা ফারিয়া চিকিৎসা নিতে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় হাতুড়ে চিকিৎসক সাঈদ স্বজনরা কিছু বুঝে উঠার আগেই তড়িঘড়ি করে মৃত্যু শিশুটিকে বাড়ি নিয়ে যেতে বলে। ফলে নিরুপায় হয়ে শিশুটির স্বজনেরা মৃত্যু শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং হাতুড়ে চিকিৎসক আবু সাঈদের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভে ফঁসে উঠে। তারা হাতুড়ে ডাক্তার আবু সাঈদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা সিভিল সার্জন, উপজেলা সাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী বলেন, ইতিপূর্বে অভিযোগের ভিত্তিতে তার চেম্বারটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে নির্দেশনা উপেক্ষা করে চেম্বার চালাচ্ছে সেটা আমার জানা নেই। শিশু মৃত্যুর বিষয়টি এই মাত্র শুনলাম। এবিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এর আগে ভুয়া চিকিৎসক আবু সাইদের পরিচালিত প্রতিষ্টানে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় বন্ধ ঘোষনার নির্দেশনা দেয় যশোর জেলা সিভিল সার্জন। সপ্তাহখানেক বন্ধ থাকার পর খুলে যায় তার চেম্বার।
খোঁজ নিয়ে জানা যায়,তার নেই কোন স্বাস্থ্য অধিদপ্তরের সার্টিফিকেট।ঢাকা যশোর ও কেশবপুরের কতিপয় প্রতারক চক্রের কাছ থেকে ভুয়া সার্টফিকেট নিয়ে নিয়ম বর্হিভূতভাবে চলছে তার ক্লিনিক ব্যবসা।সেবার নামে সর্বশান্ত করা হচ্ছে এলাকার সাধারন মানুষকে।এতে ভুল চিকিৎসায় অকালেই নিভে যাচ্ছে অনেক জীবন প্রদীপ।