ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ১৬ লক্ষ টাকার স্বর্ণ

বেত্রাবতী ডেস্ক।।
মে ৭, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। বেনাপোলে ভারত গামী তানভীর রহমান (২৩) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পেট থেকে ২ পিস (২৩২ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

রবিবার (৭ মে) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক পাসপোর্ট যাত্রী তানভীর ঢাকা জেলার দোহার থানার মজিবুর রহমানের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ- পরিচালক জানান, গোপন খবরে জানতে পারি, ভারতগামী এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে, চেকপোস্ট ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। পরে, ওই যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করলে, তার গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে স্বর্ণের কথা অস্বীকার করলে, তাকে পরীক্ষা নিরীক্ষার পরে সে পেটের মধ্যে স্বর্ণের কথা স্বীকার করে। এবং তার পেট থেকে এসময় বেলুনের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মুল্য ১৬ লক্ষ ২৪ হাজার টাকা। এবং সরকারী ট্রেজারীতে স্বর্ণ গুলো জমা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।