
বেত্রাবতী ডেস্ক।। পোল্যান্ডে সড়ক দুর্ঘটনায় শার্শার পাঁচ কায়বার আলামিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ই মে) বেলা ১১ টার সময় পোল্যান্ডের একটি সড়কে গাড়ীতে চড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।এসময় তার সহযোগী আরো তিন বাংলাদেশী আহত হয়েছে।
নিহত আলামিন শার্শা উপজেলার পাঁচ কায়বা গ্রামের আক্তারুলের ছেলে।
জানা যায়, আলামিন পোল্যান্ডে প্রবাস জীবন শুরু করেছেন মাত্র তিন মাস ।একটা ভালো চাকরির জন্য ঘুরছিলেন গত তিন মাস ধরে।
বৃহস্পতিবার সকালে একটি কোম্পানিতে চাকরীর উদ্দেশ্যে প্রাইভেটে চেপেে রওনা হলে প্রতিমধ্যে প্রাইভেটটি দূর্ঘটনা কবলিত হয়। এসময় আলামিন সহ আরও তিন বাংলাদেশী আহত হয়। হাসপাতালে নেওয়ার পরে আলামিন মারা যায়।আহতদের পরিচয় জানা যায়নি।
আলামিনের মৃত্যুর খবরে পরিবার স্বজন,বন্ধু সহ এলাকায় সবার শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন বলেন,এ ঘটনায় আমি মর্মাহত। শুনা মাত্রই নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছি। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।