
বিনোদন ডেস্ক।।ঈদের দিন রাত নয়টা ত্রিশ মিনিটে এসএ টিভিতে আসছে ঈদের সাতদিনের ধারাবাহিক নাটক সেন্ট্রাল কমিটি।নাটকটি পরিচালনা করেছেন এসময়ের ব্যস্ততম ও জনপ্রিয় নির্মাতা এসএম আইয়ুব আলী খান কাইসার।
নাটকটিতে অভিনয় করেছেন সাহিল মাহমুদ,মুকিত জাকারিয়া, রিপন গাজী, নুপুর শ্রেয়শী,মৌরি সিনহা, তুহিন সফিরাজ, মিজান চৌধুরী, মানুষ মিলন,লিও আরিফ, রবিউল শানু ও কচি খন্দকার।
চিত্র গ্রহনে ছিলেন এসএম রনি, নাটকটির টাইটেল গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসএম সোহেল।সঙ্গীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় সংগীত পরিচালক ফিরোজ প্লাবন।
প্রসঙ্গে পরিচালক এসএম আইয়ুব আলী খান কাইসার বলেন, আমার জানা মতো একটি পরীক্ষার মত করে কাজ করতে হচ্ছে ও করতেছি অনেকটা চ্যালেন্জিং। অসাধারণ অভিনয় করেছেন সবাই।সেন্ট্রাল কমিটি নাটকের পুরো টিমের সাপোর্টে অসাধারণ একটা গল্প পাবে দেশবাসী। কোরবানি ঈদে দর্শকের জন্য বিগ ধামাকা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য।