ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে ঈদ শুক্রবার 

বেত্রাবতী ডেস্ক।।
এপ্রিল ২০, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, ফলে শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপন হবে।

বৃহস্পতিবার সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানায় বলে আরব নিউজ ও সৌদি গেজেট জানিয়েছে।

ফলে সৌদি আরবে রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। শুক্রবার শাওয়াল মাস শুরু হবে। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করে মুসলমান সম্প্রদায়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সাধারণত ঈদ উদযাপন হয়।

কাতার শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে বলে দোহা নিউজ জানিয়েছেন।

তবে গালফ নিউজ জানিয়েছে, ওমান শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, জাপান, থাইল্যান্ড, ফিলিপিন্সেও শনিবার ঈদ উদযাপনের ঘোষণা এসেছে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পরে।

বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে।

শুক্রবার যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে রমজান মাস ২৯ দিনে শেষ হয়ে ঈদ হবে শনিবার। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে ঈদ হবে রোববার। অর্থাৎ রমজান মাস শেষ হবে ৩০ দিনে।

বাংলাদেশে আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।