ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই– কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ২০, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার বলেছেন, আওয়ামী লীগ সরকার খেলা ধুলা বান্ধব সরকার। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলা ধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে।

শুক্রবার ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যামিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় সিক্সসাইড ক্রিকেট টুৃর্নামেন্ট খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৮ দলের অংশগ্রহনে দিনভর এ ক্রিকেট খেলায় ফাইনালে বেনাপোল আধিয়া স্পোটিং ক্রিকেট ক্লাব একাদশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আধিয়া স্পোটিং ক্লাব ব্যাটিং করতে এসে নির্ধারিত ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল ৩৮ রান করেন।জবাবে নওয়াপাড়া ক্রিকেট একাদশ ৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করে।ফলে আদিয়া স্পোটিং ক্লাব ১৬ রানে জয় পায়। ম্যান অব দ্যা ম্যাচ আধিয়া স্পোটিং ক্লাবের জুয়েল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইস্তিয়াক। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার বিধান দত্ত ও গোলাম তসলিম শিমুল। ধারা ভাষ্যকর ছিলেন ডাঃ আবু রায়হান রাজ ও মহাশিন আলী।

খেলা শেষে প্রধান অতিথি আনোয়ার হোসেন বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ তুলে দেন ।

বিশিষ্ট সমাজ সেবক ওমর আলী দফাদরের সভাপতিত্বে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান নয়ন, এশিয়ান টিভির যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদ, টুর্নামেন্ট  আয়োজক কমিটির আহবায়ক আব্দুর রহিম পশারী,নাজমুস সায়াদ, আহসান হাবীব ও অজিয়ার রহমান মেম্বর, কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের সভাপতি আসাদুল আলম গালিব,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক লাল্টু, বাগআঁচড়া প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন সহ গন্যমান্য ব্যক্তিবগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।