ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে ১০ কৃতি সন্তানকে শহীদ এম. মনসুর আলী স্মৃতি সম্মাননা প্রদান

Arifuzman Arif
জানুয়ারি ১৬, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু সহচর সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চারনেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, চিকিৎসা, শিক্ষা,সাহিত্য ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলার দশ জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা-২০২৩ দেয়া হয়েছে।

১৬জানুয়ারি ( সোমবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।

কাজিপুর পাবলিক লাইব্রেরী এ বিশেষ সম্মাননার আয়োজন করে।

দশ জন বিশিষ্ট ব্যক্তিরা হলেন, রাজনীতিতে বিশেষ অবদান রাখায় আলহাজ্ব মোহাম্মদ নাসিম (মরণোত্তর), সমাজ সেবায় অবদান রাখায় সাবেক এমপি জহুরুল ইসলাম তালুকদার (মরণোত্তর), চিকিৎসা সেবায় জাতীয় অধ্যাপক ডা.এম.কিউ. কে তালুকদার, শিক্ষায় প্রফেসর মোহাম্মদ তোজাম্মেল হোসেন (মরণোত্তর), শিল্প উদ্যোক্তায় ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশাররফ হুসাইন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন ভুলু (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান দুদু (মরণোত্তর), শিক্ষানুরাগী এ. কে ইফাজউদ্দিন (মরণোত্তর), সাহিত্যে কবি সালেহা খাতুন (মরণোত্তর) এবং কৃষিতে বিশেষ অবদান রাখায় কৃষিবিদ আব্দৃর রাজ্জাক (মরণোত্তর)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, শহীদ এম.মনসুর আলী স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর পাবলিক লাইব্রেরির সভাপতি শাহ আলম, সম্পাদক আল মাহমুদ সরকার জুয়েল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম মাস্টার, দপ্তর সম্পাদক ওমর ফারুক সদস্য গোলাম কিবরিয়া খান মানিকপ্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।