ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় ৮দলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বেত্রাবতী ডেস্ক।।
ডিসেম্বর ৩, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

“খেলা ধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল” এবং মাদককে না বলুন, খেলাকে হ্যা বলুন এই শ্লোগানে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো শার্শার বাগআঁচড়ায় ৮দলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্ট -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর ) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভাই ব্রাদার ফুটবল ক্লাবের আয়োজনে এ  খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

এ খেলায় ফাইনালে অংশ গ্রহন করেন শুকুর আলী ফুটবল একাদশ ও মেহেদী ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে  গোল শূর্ন ড্র হওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে মেহেদী ফুটবল একাদশ ১/০ গোলে শুকুর আলী ফুটবল একাদশ পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ প্রেসক্লাব শার্শা সাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন এর সার্বিক ব্যাবস্থাপনায় ও সাংবাদিক এবি এস রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন দলকে প্রথম পুরুস্কার হিসেবে (৩ হাজার) টাকা তুলে দেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদ।

পুরুস্কার বিতরন অনুষ্ঠানে এসময় উপস্হিত ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, আব্দুল জলিল, সাংবাদিক জিল্লুর রহমান মিন্টু । হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক পরিচালক বাবু হোসেন প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন আল ইমরান শান্ত ও ধারাভাষ্যকার ছিলেন বিপ্লব হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।