
যশোরের জনসমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পৌঁছানোর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। মঞ্চে বসেই দুরবিন দিয়ে উপস্থিত জনতাকে দেখলেন আওয়ামী লীগ সভাপতি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। এই সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
এদিকে, সকাল থেকেই যশোর জেলার আট উপজেলাসহ আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে সমাবেশস্থলে আওয়ামী লীগের সমর্থক ও সাধারণ মানুষের আসতে শুরু করেন। বেলা হতেই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সভাস্থলে এতই মানুষ হয়েছে যে দুরবিন দিয়ে জনস্রোত দেখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।