বেত্রাবতী ডেস্ক।।বাংলাদেশ জুয়েলারি ব্যবসায়ী সমিতির শার্শার বাগআঁচড়া শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার বাগআঁচড়া সিনিয়র ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া বাজার কমিটির সভাপতি ও বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাগআঁচড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রিজাউল করিম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য আাসাদুল ইসলাম মেম্বর, শফিক মাহমুদ ধাবক, আব্দুর রাজ্জাক সহ জুয়েলারি ব্যবসায়ীর সকল সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষে সর্ব সম্মতিতে নিল কমল সিংহকে আহবায়ক, গোবিন্দ মজুমদারকে যুগ্ম আহবায়ক এবং মিকাইল হোসেন, আজিজুল হক মন্টু, রফিকুল ইসলামকে সদস্য করে ৫সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণাকরা হয়।