
ঝিকরগাছায় বেত্রাবতী ডেস্ক।।ঝিকরগাছার কুলবাড়ীয়ায় বৃষ্টিতে জমে থাকা ডোবার পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০শে জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের বুলির মেয়ে।
প্রত্যাক্ষদর্শী পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া বাড়ির লোকজনের অগোচরে বৃষ্টিতে জমে থাকা ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ীর সামনে ডোবায় তাকে ভাসতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে শার্শার বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ক্লিনিকে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি আরো জানান।
এদিকে শিশু সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।