ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল সহ দু’মাদক ব্যবসায়ী আটক

বেত্রাবতী ডেস্ক
জুলাই ৫, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়ায় ১শ বোতল ফেনসিডিল সহ ওসমান গনি (২৮)ও শামিম হোসেন (৩৫) নামে দু ‘মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রেরর পুলিশ।

সোমবার (৪ই জুলাই) বিকালে উপজেলা বাগআঁচড়া বসতপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছে থাকা ব্যাটারি চালিত ভ্যান ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটক ওসমান গনি উপজেলার বাগআঁচড়া সাতমাইল তেতুলতলা এলাকার রওসান আলীর ছেলে ও শামিম হোসেন উপজেলার মহিষাকুড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে জানতে পাররে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের বাগআঁচড়া বসতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের নজরদারি রাখা হয়।পরে মাদক বহনকারি একটি বিচুলি ভর্তি ভ্যানে রাখা বস্তার ভেতর থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।