ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

২১ কেজি ওজনের চিকেন নাগেট!

Arifuzman Arif
জুন ১৬, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শিশুদের পছন্দের খাবার হলেও বড়রাও ভক্ত চিকেন নাগেটের। সব দেশেই কমবেশি খাওয়া হয় চিকেন নাগেট।

আচ্ছা বলুন তো, একটি চিকেন নাগেটের আকার সর্বোচ্চ কতটুকু হতে পারে? খুব বড় হলে বাইট সাইজের চেয়ে একটু বেশি হতে পারে। তবে বেশিরভাগ সময় চিকেন নাগেট হয় বাইট সাইজের। তবে এবার তৈরি হলো ২১ কেজি ওজনের চিকেন নাগেট।

নাগেটটি এরই মধ্যে বিশ্বরেকর্ডও গড়েছে। এখন এটিই বিশ্বের সবচেয়ে বড় নাগেট। নাগেটটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের দুই রন্ধনশিল্পী।

নিক ডিজিওভানি ও জাপানের লিন ডেভিস মজাদার ও ব্যতিক্রমী রান্নার জন্য ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটকে তুমুল জনপ্রিয় তারা। নিক ডিজিওভানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং লিন ডেভিস জাপানের নাগরিক।

নিক-লিনের বানানো চিকেন নাগেটটির ওজন প্রায় ২১ কেজি ৯৬০ গ্রাম। মূলত বিশ্বরেকর্ড গড়ার জন্যই নাগেটটি বানিয়েছেন এই দুই রন্ধনশিল্পী। সাধারণ চিকেন নাগেটের তুলনায় তাদের তৈরি করা নাগেটটি ১১৫ গুণ বড়। এটি বানাতে নিক-লিনের লেগেছে ২০ কেজি মুরগির মাংস। এছাড়া নাগেটটি বানাতে আরও লেগেছে ৪০টি ডিম, সাদা পাউরুটি ৪০ টুকরা, আধা গ্যালন দুধ, চার ভাগের তিন ভাগ পেঁয়াজ গুঁড়া, চার ভাগের তিন ভাগ রসুন গুঁড়া, ১ কাপ লবণ এবং আধা কাপ গোলমিরচ গুঁড়া।

সংবাদ মাধ্যমকে নিক বলেছেন, এটি বিশেষ ধরনের চিকেন নাগেট। এটা এতটাই বড় যে সাধারণ কোনো পাত্রে এটি বানানো সম্ভব হয়নি। এর জন্য বড় আকারের পাত্র বানাতে হয়েছে তাদের। পুরো নাগেটটি বানাতে তাদের সময় লেগেছিল ১২ ঘণ্টা। পরে নাগেটটি নিক ও লিনের বন্ধু এবং পরিবারের সদস্যদের ভাগ করে দেওয়া হয়েছে। নিক-লিন এই নাগেটটি বানিয়ে ছিলেন গত ২৫ মে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে,, এখন পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে বড় চিকেন নাগেট। তবে নিক ও লিন এবারই প্রথম নয়, এর আগেও গিনেস বুকে নাম লিখিয়েছেন এই দুই রন্ধন শিল্পী। গত বছরের নভেম্বরে বিশ্বের সবচেয়ে বড় ললিপপ কেক বানিয়ে রেকর্ড গড়েছিলেন তারা। সেই রেকর্ড এখনো তাদের দখলে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।