ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আন্তর্জাতিক টেক্সটাইল মেলা শুরু

Arifuzman Arif
জুন ১৬, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় তিনদিনের আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) এ প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রাসাদ সিংহ, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কে আই হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এ প্রদর্শনী চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের টেক্সটাইল শিল্প দিন দিন সমৃদ্ধ হচ্ছে। গুণগতমান বিচারে আমাদের দেশের টেক্সটাইল পণ্য আন্তর্জাতিকভাবেও সমাদৃত। এ শিল্পটির উন্নয়নে সরকার বিভিন্ন নীতি হাতে নিয়েছে।

পাটমন্ত্রী আরও বলেন, এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব রয়েছে। ফলে বাংলাদেশের ফ্যাশন বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, যা বিশ্বমণ্ডলে আমাদের সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করছে।

আয়োজকরা জানান, বাংলাদেশের টেক্সটাইল খাত বিশ্বে এক বিশ্বস্ত নাম। করোনার সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ বস্ত্র খাতের বৈশ্বিক চাহিদা পূরণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রমবর্ধমান হারে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কাজ পাচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইতালি যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের প্রায় ১২০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।