ভালোবেসেই তো ঘর বেঁধেছিলেন। সেই ঘরে ভালো থাকা হলো না। সইলো না সুখ বেশিদিন।
নানা বিষয়ে মতবিরোধ ও ঝামেলা তৈরি হওয়ায় আলাদা হয়ে গেছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ ও ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড।
দুজনের সম্পর্কের তিক্ততা এতোই বেশি হয়ে উঠেছিল যে তারা মামলা পর্যন্ত লড়েছেন একে অন্যের বিরুদ্ধে। প্রথমে অ্যাম্বার মানহানির মামলা করেন জনি ডেপের নামে। সেই মামলায় হেরে গেছেন অভিনেত্রী।
এবার অ্যাম্বার নিজেই মুখ খুলেছেন। তিনি সম্প্রতি ওয়াশিংটন পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখনও তাকে ভালোবাসি। পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সম্পর্ক টিকিয়ে রাখতে চেয়েছিলাম, পারিনি। আমার তাকে নিয়ে কোনো খারাপ অনুভূতি নেই কিংবা খারাপ ইচ্ছেও নেই।’
তবে নিজের পক্ষ নিতে এখনো পিছপা নন তিনি। অ্যাম্বার বলেন, আদালতে তার কিছু ভুল হয়েছে। কিন্তু কোনো মিথ্যা কথা বলেননি তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।