ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মামলায় হেরে অ্যাম্বার বললেন, ‘জনিকে আজও ভালোবাসি’

Arifuzman Arif
জুন ১৬, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ভালোবেসেই তো ঘর বেঁধেছিলেন। সেই ঘরে ভালো থাকা হলো না। সইলো না সুখ বেশিদিন।

নানা বিষয়ে মতবিরোধ ও ঝামেলা তৈরি হওয়ায় আলাদা হয়ে গেছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ ও ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

দুজনের সম্পর্কের তিক্ততা এতোই বেশি হয়ে উঠেছিল যে তারা মামলা পর্যন্ত লড়েছেন একে অন্যের বিরুদ্ধে। প্রথমে অ্যাম্বার মানহানির মামলা করেন জনি ডেপের নামে। সেই মামলায় হেরে গেছেন অভিনেত্রী।

এবার অ্যাম্বার নিজেই মুখ খুলেছেন। তিনি সম্প্রতি ওয়াশিংটন পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখনও তাকে ভালোবাসি। পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সম্পর্ক টিকিয়ে রাখতে চেয়েছিলাম, পারিনি। আমার তাকে নিয়ে কোনো খারাপ অনুভূতি নেই কিংবা খারাপ ইচ্ছেও নেই।’

তবে নিজের পক্ষ নিতে এখনো পিছপা নন তিনি। অ্যাম্বার বলেন, আদালতে তার কিছু ভুল হয়েছে। কিন্তু কোনো মিথ্যা কথা বলেননি তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।