বেনাপোল প্রতিনিধি।।ভারতে স্বর্ণ পাচার এর সময় বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫ টি স্বর্ণের বার (এক কেজি ৭৪৯ গ্রাম) সহ মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটক মনিরুল পুটখালী গ্রামের নুরমোহাম্মাদ এর ছেলে।
২১ বিজিবি লেঃ কর্নেল মোহাম্মাদ তানভির রহমান জানান, ভারতে পাচার এর সময় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ পিলার এর কাছে ইছামতি নদীর পাড় থেকে পাচারকারী মনিরুল কে ১৫ টি স্বর্ণের বারসহ আটক করা হয়।
আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।