
বেত্রাবতী ডেস্ক।।বেনাপোলের কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৫৪) সহ দুইজন কে আটক করেছে পুলিশ।
সোমবার(১৮এপ্রিল) বিকালে যশোর রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক প্রধান আসামী হারুন মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামী সামছুর (৬০), কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ তারিখে বসতবাড়ির জায়গা জমিকে কেন্দ্র করে মারামারি হয়। এতে মগর আলী নামে একজন মারা যায়।
ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান আসামী হারুন সহ মোট দুইজনকে আটক করা হয়।
বাকি আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।