ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে এক ভাই খুন 

Arifuzman Arif
এপ্রিল ১৭, ২০২২ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।বেনাপোলে  জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে এক ভাই খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৭টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজারের পাশে।

বিষয়টি নিশ্চিত করেছে বেনাপোল পোর্ট থানার ওসি ।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেনের লেদের দোকানের সামনে পাকা রাস্তার উপর দুই ভাই আরব আলী ও মগর আলীর মধ্যে বিরোধ বাধে এবং মগর আলীকে মারধর করা হয়।

মগরআলী মারধর খেয়ে বাড়িতে এসে তার দুই ছেলে হাসান ও হোসেন এবং নাতিছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে যায়।

এরপর দু’পক্ষের লোকজন মারমারি শুরু করে। এরই একপর্যায়ে মগর আলীর পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়।

এছাড়াও ইয়াসিন(১৬) ও আঘাত প্রাপ্ত হন। তাদের দুজনের অবস্থা আশঙ্কা জনক অবস্থায়  নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে   তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। এরপরই মগর আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা জড়িতদের আটকে অভিযান চালাচ্ছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।